উত্তর: ঈদের দিনের আমলগুলো উল্লেখ করা হলো- গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা। ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের ছালাতে যাওয়া আর ঈদুল আযহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। ঈদগাহে একপথে যাওয়া এবং ভিন্ন পথ দিয়ে হেঁটে আসা সুন্নাত (ছহীহ বুখারী, হা/৯৫৩-৯৮৬; মুআত্বা, হা/৪২৮)। ঈদুল ফিতরের দিন ঈদগাহে বের হওয়ার পর থেকে ছালাত শেষ না হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করা। আর ঈদুল আযহার ৯ যিলহজ্জ আরাফার দিন ফজর হতে ১৩ যিলহজ্জ আছর ছালাতের পর পর্যন্ত নারী-পুরুষের তাকবীর পাঠ করা। তবে নারীরা নিম্নস্বরে তাকবীর পাঠ করবে (মুছান্নাফ ইবনু আবী শায়বা, ২/৭১-৭২; ইরওয়া, ৩/১২১)। এছাড়াও ছাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। আর ঈদের ময়দানে ছালাতের পূর্বে মুছল্লীদের নিকট হতে দান গ্রহণ করা শরীআতসম্মত নয়, বরং তা ছালাতের পরে হতে হবে (ছহীহ মুসলিম, হা/৮৮৫)।
প্রশ্নকারী : মাসরুর আলম
মালদা, ভারত।