উত্তর: স্বর্ণসহ সমুদয় সম্পত্তি থেকেই রৌপ্যের মূল্যের ভিত্তিতে হিসাব করে যাকাত বের করা যাবে। মানুষের জমাকৃত টাকা যখন স্বর্ণের নিসাব সমপরিমাণ হবে এবং তাতে এক বছর অতিবাহিত হবে, তখন হিসাব করে নগদ টাকা শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে। অথবা সাড়ে ৫২ ভরি রূপার সমমূল্যের হবে এবং তাতে এক বছর অতিবাহিত হবে, তখন হিসাব করে নগদ টাকা শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে। রূপা যখন সাড়ে ৫২ ভরি হবে, তখন তখন বিক্রয়মূল্য হিসাব করে শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে। উল্লেখ্য, স্বর্ণ যখন সাড়ে ৭ ভরি হবে, তখন বিক্রয়মূল্য হিসাব করে শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার কাছে দুইশ দিরহাম থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে। স্বর্ণের ক্ষেত্রে বিশ দীনারের কমে যাকাত নেই। বিশ দীনারের পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ-দীনার যাকাত দিতে হবে। এরপর যা বাড়বে তাতে উপরিউক্ত হিসেবে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)।
প্রশ্নকারী : মো. বদরুল ইসলাম