উত্তর: পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষ নিজ নিজ চাঁদ দেখেই ছিয়াম শুরু করবে। একদিনে ছিয়াম শুরু বা ঈদ পালন করবে না। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম রাখো, আবার চাঁদ দেখে তা ভঙ্গ করো আর যদি আকাশ মেঘলা থাকে, তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/১৯০০)। সন্দেহ নিরসণে দুয়েকদিন আগে থেকে ছিয়াম রাখা যাবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা এক-দুইদিন পূর্বে ছিয়াম পালনের মাধ্যমে রামাযানকে অগ্রসর করো না। তবে কেউ যদি এ ছিয়াম পালনে অভ্যস্ত থাকে, তাহলে সে তা পালন করতে পারে’ (ছহীহ বুখারী, হা/১৮১৫; ছহীহ মুসলিম, হা/১০৮২)। আম্মার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি সন্দেহের দিনে ছওম পালন করল সে আবূল কাসিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাফরমানী করল (ছহীহ বুখারী, হা/১৯০৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মাস উনত্রিশ রাত বিশিষ্ট হয়। তাই তোমরা চাঁদ না দেখে ছিয়াম শুরু করবে না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে ত্রিশ দিন পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/১৮০৮)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।