উত্তর: একই ঈদের মাঠে একাধিকবার ঈদের ছালাত আদায় করা যাবে না। কেননা এর কোনো প্রমাণ কুরআন হাদীছে নেই। বরং তা ছহীহ হাদীছের বিরোধী। ছহীহ হাদীছে সূর্য উঠার পরপরই ঈদের ছালাত আদায় করার বিষয়টি বুঝা যায়। আর এক মাঠে একাধিকবার জামাআত হলে সময় ঠিক থাকে না। এক্ষেত্রে এলাকাবাসীর উচিত, ঈদগাহ মাঠ বড় করা নাহলে ভাগ করা। আর কোনো ইমাম যদি এক জায়গায় ছালাত পড়ায়, তারপর অন্য জায়গায় ইমাম পাওয়া না যায়; তাহলে সেই ইমাম সেখানে ইমামতি করতে পারে। মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে এশার ছালাত পড়তেন এবং নিজ সম্প্রদায়ে গিয়ে আবার তাদের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫)।
প্রশ্নকারী : রাইহান মিঠু
ফুলতলা, পঞ্চগড়।