উত্তর: বিধর্মীদের থেকে হাদিয়া গ্রহণ করা যায়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, ইবরাহীম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে হিজরতকালে এমন এক জনপদে উপস্থিত হলেন, যেখানে ছিল এক বাদশাহ অথবা রাবী বলেন, প্রতাপশালী শাসক। সে বলল, সারার কাছে উপহারস্বরূপ হাজেরাকে দিয়ে দাও। এছাড়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষ মিশানো বকরীর মাংস হাদিয়া দেওয়া হয়েছিল। আবূ হুমাইদ রহিমাহুল্লাহ বলেন, আয়িলার শাসক নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন, প্রতিদানে তিনি তাকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসাবে তাকে নিয়োগপত্র লিখে দিয়েছিলেন (ছহীহ বুখারী অধ্যায়ের আলোচনা, হা/২৬১৫)। সুতরাং হিন্দু মালিকের কাছে চাওয়া বা তিনি কিছু দিলে গ্রহণ করা যেতে পারে। তবে কোনো মুসলিম ব্যক্তি হিন্দু ব্যক্তির মালিক হলে তাদের উৎসব উপলক্ষে কিছু দিতে পারবে না।
প্রশ্নকারী : ছিয়াম শিকদার