উত্তর: ইমামকে বেতন দেওয়ার জন্য যদি ইমামের সাথে চুক্তি হয়ে থাকে, তাহলে চুক্তিকৃত টাকা ইমামকে দিতে হবে। আর বাকি টাকা মসজিদের কাজে লাগাবে। বুরায়দা রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমরা কাউকে কোনো পদে নিযুক্ত করলে তার রিযিকের ব্যবস্থাও আমরা করি। পরে সে অতিরিক্ত কিছু নিলে তবে তা আত্মসাৎ হিসেবে গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/২৯৪৩)।
প্রশ্নকারী : মিকাইল হোসেন
গাবতলী, বগুড়া।