উত্তর: এমর্মে বর্ণিত হাদীছটি যঈফ। এ প্রসঙ্গে ‘আল-মু‘জামুল কাবীর’ গ্রন্থের ৮৫৩ নং হাদীছে বর্ণিত হয়েছে। যা হায়ছামী ‘মাজমাউয যাওয়ায়েদ’ গন্থে ১২৩৭৩ নং হাদীছে উল্লেখ করেছেন এবং বলেছেন, এই হাদীছে আব্দুল ওয়াহহাব ইবনু যাহহাক নামে একজন রাবী আছেন, তিনি পরিত্যাজ্য রাবী। সুতরাং হাদীছটি যঈফ।
প্রশ্নকারী : খোকন
চারঘাট, রাজশাহী।