সওয়াল-জওয়াব
প্রশ্ন (২৮) : বুখারী, মুসলিম, আবূ দাঊদ, তিরমিযী, ইবনু মাজাহ, নাসাঈ (রহ.) কীভাবে হাদীছের ছহীহ ও যঈফ নির্ধারণ করেছেন? জনৈক আলেম বলেন, তাঁরা রাবীদের সৎ কিংবা অসৎ, দুর্বল, হাদীছ ভুলে যাওয়া এভাবে যঈফ হাদীছ নির্ধারণ করেছেন এবং রাবীদের বিষয়ে আশপাশের লোকজনের মতামত অর্থাৎ রাবী সৎ না-কি, অসৎ এই বিষয়ে গবেষণা করে হাদীছ ছহীহ ও যঈফ নির্ধারণ করেছেন, এই বক্তব্য কি সঠিক? - Al-itisam